/anm-bengali/media/media_files/mvpRUmlfDk2UmPq1ld8r.jpg)
জলন্ধর নির্বাচনে জয় আপের
নিজস্ব সংবাদদাতা : জলন্ধর উপনির্বাচনে জয় পেয়েছে আম আদমি পার্টি। প্রথম থেকেই কংগ্রেসের করমজিৎ কৌর চৌধুরীর থেকে এগিয়ে ছিলেন আপ প্রার্থী সুশীল রিংকু। এবার জয় নিয়ে মুখ খুললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাংবাদিক বৈঠকে অংশ নিয়ে মান বলেন,“মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য আমরা আমাদের সমস্ত প্রচেষ্টা করব। আমরা এটাকে আমাদের দায়িত্ব মনে করি।”
প্রসঙ্গত, গত জানুয়ারিতে কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর মৃত্যুর পর জলন্ধরের আসনটি শূন্য হয়। এরপর ১০ মে হয় উপনির্বাচন। এরপর ১৩ মে সকাল থেকে শুরু হয় গণনা। মুখে হাসি আপের।
#WATCH | As Aam Aadmi Party (AAP) wins #JalandharByElection, Punjab CM Bhagwant Mann says, "...We will put in all our efforts to meet the hopes and expectations of the people. We consider this our responsibility...Hum kisi survey mein nahi aate, seedha sarkar mein hi aate… pic.twitter.com/fpJEeLPvAN
— ANI (@ANI) May 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us