‘মোদী হটাও মণিপুর বাঁচাও’

চলমান হিংসা নিয়ে মণিপুরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। অন্যদিকে দিল্লিতে মণিপুর নিয়ে অশান্ত হয়ে উঠেছে সংসদের বর্ষা কালীন অধিবেশন। ব্যাহত হচ্ছে দুই কক্ষের কার্যক্রম।

author-image
SWETA MITRA
New Update
modi hatao desh bachao.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আম আদমি পার্টির (Aam Aadmi Party) কর্মী, নেতাদের মোদী বিরোধী স্লোগানে সরগরম হয়ে উঠল দিল্লি।  মণিপুরইস্যুতেদিল্লিতেআমআদমিপার্টিরকর্মীনেতারাবিক্ষোভ প্রদর্শন করেন। এদিন তাঁদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল ‘মোদী হটাও মণিপুর বাঁচাও।‘