/anm-bengali/media/media_files/I0cvZTBtTLMvyHsSUKlc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি, পাঞ্জাবের পর এবার আম আদমি পার্টির নজরে রয়েছে ছত্তিশগড়। চলতি বছরেই সেই রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। আর আসন্ন এই ভোটকে পাখির চোখ করে রাজ্য সফরে গেলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আজ শনিবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল রায়পুরে এক জনসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করে। তিনি বলেন, ‘আমরা ছত্তিশগড়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করব।‘
অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'ইশতেহার নিয়ে আগে নেতারা মিথ্যে বলতেন। কিন্তু কেজরিওয়াল শুধু গ্যারান্টি দিয়েছেন। তারা মারা যাবে, কেটে ফেলা হবে কিন্তু তারা গ্যারান্টি পূরণ করবে। আমরা মিথ্যা ইশতেহার প্রকাশ করি না। আমরা ১০টি গ্যারান্টি দিচ্ছি।' অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'ছত্তিশগড়ে ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। আপনারা ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। আমি বিনামূল্যে বিদ্যুৎ দেব।'
#WATCH | We will provide up to 300 units of free electricity every month in Chhattisgarh, says AAP national convenor Arvind Kejriwal in a public event in Raipur. pic.twitter.com/i9JmdnGoSe
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us