‘দেশের যুবকদের জন্যে এই পথই খুলে রেখেছে কেন্দ্র!’

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন আপ সাংসদ সুশীল রিঙ্কু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
secuuu.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংসদীয় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বিজেপির ওপর বেশ চাপ বাড়াচ্ছে বিরোধী শিবির। সবার বক্তব্য একটাই, সাংসদদের নিরাপত্তার ব্যবস্থা করেননি মোদি। এবার সেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন আপ সাংসদ সুশীল রিঙ্কু।

এদিন তিনি বলেন, “সেই লোকেরা কীভাবে ধোঁয়ার ক্যানিস্টার নিয়ে এসেছিল তা তদন্তের বিষয়। এটি জাতীয় নিরাপত্তা এবং সংসদের নিরাপত্তার বিষয়। তারা কোনো বহিরাগত সংস্থার লোক ছিল, কিন্তু সবথেকে বড় বিষয় তারা ছিল জাতির যুবক মাত্র। কারণ সরকার যুবকদের অধিকার দমন করছে, তাই অভিযুক্তরা তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য ভুল পথে হেঁটেছে। কিন্তু তাদের উদ্দেশ্য ভুল ছিল না”।

hiren