আপ বিধায়ক পালাল পুলিশি হেফাজত থেকে, ধর্ষণ মামলায় হয়েছিলেন গ্রেফতার

কে সেই বিধায়ক?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের সানৌয়ের বিধায়ক হারমীত সিং পঠানমাজরা পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। গ্রেফতারের পর স্থানীয় থানায় নিয়ে যাওয়ার সময় পঠানমাজরা এবং তার সঙ্গীরা পুলিশের ওপর গুলি চালায় এবং এতে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের ওপর গাড়ি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বিধায়ক স্করপিও এবং ফরচুনার নিয়ে পালিয়ে যান বলেও অভিযোগ। পুলিশ ফোরচুনারটি আটক করেছে, কিন্তু পঠানমাজরা স্করপিওতে পালিয়ে গেছেন। পুলিশের টিম তাদের পিছু ধাওয়া করল।

Punjab AAP MLA Harmeet Singh Pathanmajra wife alleges assault complaint ...