New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আম আদমি পার্টির (AAP) নেতা তথা জালালাবাদের (Jalalabad) বিধায়ক (MLA) জগদীপ গোল্ডি কম্বোজের (Jagdeep Goldy Kamboj) বাবা সুরিন্দর কম্বোজকে (Surinder Kamboj) (৬৭) শুক্রবার ফাজিলকা থেকে গ্রেফতার করা হয়েছে। ফাজিলকার সিনিয়র পুলিশ সুপার অবনীত কৌর জানিয়েছেন, প্রপার্টি ডিলার সুনীল কুমারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৮৪, ৩৮৯ এবং ৩৪ ধারায় সুরিন্দর কম্বোজ-সহ চার জন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us