AAP : কংগ্রেসের গড়ে সিঁদ কেঁটে আপের ইতিহাস

"ঐতিহাসিক", সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বললেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জলন্ধরে (Jalandhar) বড় ব্যবধানে এগিয়ে আম আদমি পার্টি (AAP)।

author-image
Pritam Santra
New Update
AAP

নিজস্ব সংবাদদাতাঃ "ঐতিহাসিক", সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বললেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জলন্ধরে (Jalandhar) বড় ব্যবধানে এগিয়ে আম আদমি পার্টি (AAP)। চূড়ান্ত ঘোষণা না হলেও পাঞ্জাবের (Punjab) জলন্ধরে জয় পাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করছে আপ। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, জলন্ধর কয়েক দশক ধরে কংগ্রেসের (Congress) গড় বলে পরিচিত। সেখানে আমাদের দল সিঁদ কাটতে পেরেছে। বড় ব্যবধানে আমাদের প্রার্থী এগিয়ে রয়েছেন। নিঃসন্দেহে এই জয় ঐতিহাসিক।"