/anm-bengali/media/media_files/vvFS3Gf6ggkP8iT7mMAg.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের 'মোদী কি চাইনিজ গ্যারান্টি' মন্তব্য প্রসঙ্গে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, "ভারত সরকার নয়, মার্কিন ভিত্তিক একটি স্যাটেলাইট ইমেজিং সংস্থা প্রকাশ করেছে যে চীন এলএসি অতিক্রম করে আমাদের ভূখণ্ডের ৫ কিলোমিটার চলে এসেছে।”
/anm-bengali/media/media_files/7LdANmkf5TdJ7j2dnvOk.webp)
তিনি আরও বলেছেন, “প্যাংগং লেকের কাছে বাঙ্কার তৈরি করে ওই অঞ্চলে সেনা মোতায়েন করছে তারা। অন্যদিকে ২০১৯-২০ সালের পর সেনাবাহিনীতে নিয়োগ বন্ধ করে দিয়েছে ভারত। প্রতি বছর ৬০ হাজার সেনা অবসর নেয়, যার ফলে গত ৫ বছরে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যের সংখ্যা ৩ লাখ। চিনের কাছে আত্মসমর্পণ করল কেন্দ্রীয় সরকার। চীন তার বাণিজ্যের বেশিরভাগ ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। কিন্তু আমরা চীনের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে পারছি না।”
/anm-bengali/media/media_files/YLo3L6NnoD7fQcuvYDTy.jpg)
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মণিপুর সফর নিয়ে তিনি বলেন, “চীন ধীরে ধীরে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, যা বিদ্রোহ ও জঙ্গিবাদের কারণে কয়েক দশক ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসাবে রয়ে গেছে। গত এক বছর ধরে উত্তর-পূর্বের একটি গোটা রাজ্য জ্বলছে, কিন্তু প্রধানমন্ত্রী মানতে যেতে চান না।”
#WATCH | Delhi: On Congress President Mallikarjun Kharge's 'Modi Ki Chinese Guarantee' remark, AAP leader Saurabh Bharadwaj says, " Not the Indian Government but a US-based satellite imaging company revealed that China has crossed the LAC and come in 5km of our territory. It is… pic.twitter.com/caeIGHuyyU
— ANI (@ANI) July 8, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us