BREAKING: অন্যদলের লোকদের ঘুরপথে দলে নিচ্ছে বিজেপি ! বড় অভিযোগ করলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ

কি বললেন দিল্লি আম আদমি পার্টির (আপ) সভাপতি সৌরভ ভরদ্বাজ ?

author-image
Debjit Biswas
New Update
Saurabh Bharadwaj

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ১৫ জন আপ কাউন্সিলর আম আদমি পার্টি (আপ) ছেড়ে নতুন দল গঠন করার ঘোষণা করেছেন। আর এইবার এই বিষয়ে মুখ খুললেন দিল্লি আম আদমি পার্টির (আপ) সভাপতি সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন,''যেই দল ছাড়ুক না কেন, বিজেপি তাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেয়। আর তারাও সেটাই বলে। কেউ নিজের দোষ স্বীকার করে না, সবাই বলে দলটাই খারাপ ছিল।” এরপর তিনি বলেন,''এখন বিজেপি সরাসরি কাউকে দলে নিচ্ছে না। অন্যদলের লোকেদের ঘুরপথে দলে নিচ্ছে বিজেপি।''

saurabh bharadwajk1.jpg