অপটিক্সে পিএইচডি(PHD) করেছে বিজেপি ! এ কি মন্তব্য করলেন সৌরভ ভরদ্বাজ

ফের বিস্ফোরক মন্তব্য করলেন আমি আদমি পার্টির সভাপতি সৌরভ ভরদ্বাজ।

author-image
Debjit Biswas
New Update
Saurabh Bharadwaj

নিজস্ব সংবাদদাতা : এবার ইন্দাস জলচুক্তি স্থগিত করায় কেন্দ্র সরকারকে একহাত নিলেন দিল্লির আমি আদমি পার্টির সভাপতি সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন,''বিজেপি সরকার অপটিক্সে পিএইচডি(PHD) করেছে। চিনের বদলা নিতে এরা টিকটক ব্যান করেছিল, কিন্তু রপ্তানি বন্ধ হয়নি। পাকিস্তানের বিরুদ্ধেও এরা কোনও বাস্তব পদক্ষেপ না নিয়ে, এমন কিছু করছে যাতে ভারতই ক্ষতিগ্রস্ত হবে।"

saurabh bharadwajk1.jpg

এরপর তিনি বলেন,''পহেলগাঁও সীমান্ত থেকে ২০০ কিমি দূরে, সন্ত্রাসীরা কীভাবে প্রবেশ করল?”