নিজস্ব সংবাদদাতা : ভুয়ো ভোটার প্রসঙ্গে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন আপ সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেন, "নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার, সরকারি ক্ষমতার অপব্যবহার করে ভুয়ো ভোটার তৈরি করছে। এরা মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লিতেও এমন করেছে, আর এখন বাংলাতেও একই জিনিষ শুরু করেছে।"
/anm-bengali/media/media_files/12hXRhAxCfbQG7nobAFw.jpg)
তিনি আরও বলেন, "যদি নির্বাচন প্রক্রিয়া স্বাভাবিক ভাবে না হয়, তাহলে একটিই দল বারবার ক্ষমতায় আসবে এবং বারবার দুর্নীতিও করবে।''