ভুয়ো ভোটার তৈরি করছে কেন্দ্র ও নির্বাচন কমিশন ! অভিযোগ তুললেন হেভিওয়েট নেতা

কি দাবি করলেন এই হেভিওয়েট নেতা ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : ভুয়ো ভোটার প্রসঙ্গে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন আপ সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেন, "নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার, সরকারি ক্ষমতার অপব্যবহার করে ভুয়ো ভোটার তৈরি করছে। এরা মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লিতেও এমন করেছে, আর এখন বাংলাতেও একই জিনিষ শুরু করেছে।"

Sanjay Singh

তিনি আরও বলেন, "যদি নির্বাচন প্রক্রিয়া স্বাভাবিক ভাবে না হয়, তাহলে একটিই দল বারবার ক্ষমতায় আসবে এবং বারবার দুর্নীতিও করবে।''