/anm-bengali/media/media_files/hvbHJftHFhQQLHg4rvtS.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন প্রসঙ্গে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালকে জেলে রাখার জন্য বিজেপি এজেন্সিগুলোর অপব্যবহার করছে। সুপ্রিম কোর্ট আজ বলেছে, সিবিআই যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে, তাতে স্পষ্ট হয়ে গেছে যে তাঁকে জেলে রাখার উদ্দেশ্যেই সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। আর কেজরিওয়াল যেহেতু কোনও অন্যায় করেননি, তাহলে কার উদ্দেশ্য ছিল? তিনি বিজেপির। সেই কারণেই ইডি মামলায় মুক্তি পেতে যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই কোনও দুর্নীতির কারণে তাঁকে গ্রেফতার করেনি, বিজেপি চেয়েছিল বলেই তাঁকে গ্রেফতার করেছে। সুপ্রিম কোর্টও আজ এই অনুমোদন দিয়েছে। আজ সুপ্রিম কোর্টে বিজেপির মুখোশ খুলে গেল।"
#WATCH | Delhi: On Delhi CM Arvind Kejriwal's bail, Former Delhi Deputy CM & AAP leader Manish Sisodia says, "... The BJP has been misusing the agencies to keep Arvind Kejriwal jailed... The Supreme Court said today that the way the CBI arrested Arvind Kejriwal, it became clear… pic.twitter.com/kXpKsiXIRI
— ANI (@ANI) September 13, 2024
/anm-bengali/media/media_files/wUlpCxEV20hhkKKP54S8.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us