আমরা আশাবাদী, আমরা ন্যায় পাব ! সুপ্রিম শুনানি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন আমানতুল্লাহ খান

ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের ওপর পূর্ণ আস্থা রাখছেন আপ নেতা ও দিল্লি ওয়াক্‌ফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান আমানতুল্লাহ খান।

author-image
Debjit Biswas
New Update
AMANATULLAH

নিজস্ব সংবাদদাতা : আজ ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর ছিল গোটা দেশের। আর মধ্যেই এবার এই সুপ্রিম শুনানি নিয়ে বড় মন্তব্য করলেন আপ নেতা ও দিল্লি ওয়াক্‌ফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান আমানতুল্লাহ খান। তিনি বলেন,  “আমরা আশা করি আদালত আমাদের বিচার দেবে। আমরা নিশ্চিত, আমরা ন্যায়বিচার পাবই।”

AMANATULLAH

এরপর তিনি প্রশ্ন তোলেন, ''কেন জেলা ম্যাজিস্ট্রেট (DM)-কে বোর্ড ও চেয়ারম্যানের চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। আমার মতে, এটি বোর্ডের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করার সমান।''