হাইকোর্টে সঠিক বিচারের আশায় এখন আপ প্রধান

ইডির তলবের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল।

New Update
KEJRI .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি নীতি-সংযুক্ত মানি লন্ডারিং মামলায় তদন্ত সংস্থার তলবের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এদিন এই সংক্রান্ত বিষয়ে আপ সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, "আমরা শুরু থেকেই বলে আসছি যে পুরো মামলাটি রাজনৈতিক। যেহেতু এটি একটি ভুয়ো এবং রাজনৈতিক প্রণোদিত মামলা, তাই ইডি সমনও প্রযুক্তিগত এবং ইচ্ছাকৃত কারণে মিথ্যা। আমরা আদালতে এটি জানিয়েছি। আদালতের প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। আদালত যে সিদ্ধান্তই দিক না কেন, আমরা সেটা মেনে নেব। আমাদের ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা সত্য হই, তাহলে বিচারও সঠিক হবে”।

WhatsApp Image 2024-03-20 at 14.59.41.jpeg

ASW

Add 1

cityaddnew

স