আপ প্রধানকে সতর্ক করল নির্বাচন কমিশন, না শুনলেই হবে শাস্তি

এমন কি অভিযোগ গেছে নির্বাচন কমিশনের কাছেও।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
election commission12.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে পৌঁছেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। তবে শুধু প্রধানমন্ত্রীর সাথেই কেজরিওয়ালের লড়াই তেমনটা নয়, তাঁর মন্তব্যে সরগরম রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রীর বিষাক্ত গ্যাসের মন্তব্যে সরব হয়েছে বিজেপি নেতারা প্রত্যেকে। এমন কি অভিযোগ গেছে নির্বাচন কমিশনের কাছেও। এবার সেই অভিযোগের ভিত্তিতে এবং কেজরিওয়ালের কাছ থেকে পাওয়া উত্তরের ভিত্তিতে আপ প্রধানকে সতর্ক করে দিল নির্বাচন কমিশন।

election commission12.jpg

ইসিআই আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে যমুনায় বর্ধিত অ্যামোনিয়ার সমস্যাগুলিকে গণহত্যার সাথে যমুনার বিষ প্রয়োগের গুরুতর অভিযোগের সাথে মিশ্রিত না করার জন্য নির্দেশ দিয়েছে। কমিশনের কথায়, তাঁর এই মন্তব্য যাতে দুটি জাতির মধ্যে যুদ্ধ বাঁধিয়ে না দেয়, সেই দিকে সতর্ক থাকতে হবে কেজরিওয়ালকে।

Arvind kejriwal