নির্বাচনে এই আসন ছিনিয়ে নিল আম আদমি পার্টি- মাত্র ৬৪ টি ভোট পেয়ে চরমতম হারের সম্মুখীন হলেন এই প্রার্থী

এই আসন এল আম আদমি পার্টির দখলে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Arvind kejriwal

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারে বিজেপি ও নীতীশের জোটের সামনে ধরাশায়ী হয়েছে বিরোধী জোট মহাগঠবন্ধন। সেখানে আম আদমি পার্টি কয়েকটি আসনে প্রার্থী দিলেও জয় তো দূরের কথা ভালো ফল পর্যন্ত করতে পারেনি। তবে এর ঠিক উল্টো চিত্র দেখা গেলো পাঞ্জাবে। পাঞ্জাবের তারন তারান আসনের উপনির্বাচনে আপের সামনে টিকটে পারলো না বিরোধীদলগুলি। বিজেপি মাত্র ৬২৩৯ টি ভোট পেয়ে ৫ নম্বরে রয়েছে। যেখানে সবথেকে চরমতম হারের সম্মুখীন হয়েছেন নাইব সিং। স্বতন্ত্র লড়াই করে তিনি পেয়েছেন মাত্র ৬৪ টি ভোট। আম আদমি পার্টির প্রাপ্তি ৪২৬৪৯ টি ভোট।