New Update
/anm-bengali/media/media_files/7JCkGatlmhrXQqaQITZQ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আসন্ন ৩০ নভেম্বরের এমসিডি উপনির্বাচনকে সামনে রেখে আম আদমি পার্টি (AAP) আজ ১২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলীয় সদর দফতরে এই তালিকা ঘোষণা করা হয় বলে সূত্রে জানা গেছে।
দিল্লির পুরসভা উপনির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সব রাজনৈতিক দলই, কারণ এর ফল সরাসরি পুর প্রশাসনের ভারসাম্য ও ভবিষ্যত ক্ষমতা সমীকরণে প্রভাব ফেলতে পারে। আম আদমি পার্টির নেতৃত্ব জানিয়েছে, “যারা মানুষের জন্য কাজ করেছেন এবং এলাকায় গ্রহণযোগ্য, এমন কর্মীদেরই প্রার্থী করা হয়েছে।”
/anm-bengali/media/post_attachments/ba7c8c46-45a.png)
Aam Aadmi Party releases list of candidates for 12 seats of MCD by-elections to be held on November 30 pic.twitter.com/hTMuuRTYho
— ANI (@ANI) November 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us