এশিয়া কাপ ২০২৫ নিয়ে বিস্ফোরক মন্তব্য আদিত্য ঠাকরের

“পাহালগামের সন্ত্রাসবাদ উদ্‌যাপন করবেন? ক্রিকেট ম্যাচের সঙ্গে সিঁদুর জুড়ছেন—এটা দেশের জন্য দুর্ভাগ্য”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-30 9.57.02 PM

নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপ ২০২৫-কে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের বিধায়ক আদিত্য ঠাকরে। তিনি প্রশ্ন তোলেন, “আপনারা কি পাহালগামে ঘটে যাওয়া সন্ত্রাসবাদ উদ্‌যাপন করতে চান? সেই দেশের সঙ্গে খেলে কি উদ্‌যাপন করবেন?”

তিনি আরও অভিযোগ করেন, “গতবার বিসিসিআই ও বিজেপির সদস্যরা শহিদ আফ্রিদির সঙ্গে বসে ম্যাচ দেখেছিলেন। আমরা এতটা নির্লজ্জ নই।”

বাংলাদেশ প্রসঙ্গেও তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। ঠাকরে বলেন, “গত বছর বলা হয়েছিল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। অথচ বিসিসিআই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে আমাদের দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে।”

সবশেষে তিনি মন্তব্য করেন, “একটি ক্রিকেট ম্যাচের সঙ্গে ‘সিঁদুর’-এর মতো পবিত্র বিষয়কে যুক্ত করা আমাদের দেশের জন্য এক বিরাট দুর্ভাগ্য।”

আদিত্য ঠাকরের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।