New Update
/anm-bengali/media/media_files/vJsnxT4JWqz0cqXLMfGS.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: আধার এবং প্যান কার্ড লিঙ্ক (Aadhaar-Pan Link) করাকে কেন্দ্র করে ফাঁদ পেতেছে একদল প্রতারক। "ভিকে-সেন্ট্রালগভ:" নামক একটি নাম্বার থেকে ম্যাসেজ আসছে যেখানে লেখা থাকছে, "আপনার আধার ও প্যান কার্ড এখনও লিঙ্ক হয়নি। তার জন্য সরকারি আধিকারিক আপনার বাড়িতে যাবেন। এই প্রক্রিয়ায় সম্মতি জানাতে নিচের লিঙ্কে ক্লিক করুন"। লিঙ্কে ক্লিক করলেই সব তথ্য চলে যাবে প্রতারকদের (Fraud) হাতে। এই নিয়ে সতর্ক করেছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us