থাবা বসালো JN.1 variant, ভয়ে কাঁপছে দেশ

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২ জন, দিল্লি, কর্ণাটক, কেরালা ও পশ্চিমবঙ্গে একজন করে মারা গেছেন।

author-image
SWETA MITRA
New Update
covid 19.jpg

নিজস্ব সংবাদদাতা: করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে প্রকাশ্যে এল আরও বড় খবর এক সরকারী সূত্র অনুযায়ী, ২৮শেডিসেম্বরপর্যন্তজেএন.ভ্যারিয়েন্টের (JN.1 variant)মোট১৪৫টিকেসরিপোর্টকরাহয়েছে।এইনমুনাগুলি২১নভেম্বরথেকে১৮ডিসেম্বর২০২৩এরমধ্যেসংগ্রহকরাহয়েছিল।