ভারী বৃষ্টি, রেড অ্যালার্ট জারি, ডুবল একের পর এক এলাকা

গত ২৪ ঘন্টায় গুজরাটে ভারী বৃষ্টিপাত হয়েছে। জলের তলায় চলে গিয়েছে একের পর এক এলাকা।

author-image
SWETA MITRA
18 Sep 2023
BHARUCH.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের দুই রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি (Heavy Rainfall) হচ্ছে একপ্রকার। ভারী বর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রদেশ ও গুজরাটের মানুষের। ভারতের আবহাওয়া দফতর (IMD) গুজরাট ও মধ্যপ্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে। ১৮ সেপ্টেম্বর গুজরাট ও মধ্যপ্রদেশের রাজ্যগুলিতে 'ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত' হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে। ১৯ সেপ্টেম্বর গুজরাটেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হু হু করে জলস্তর বাড়ছে গুজরাটের ভারুচে। এদিকে এনডিআরএফ-এর তরফে এনডিআরএফের একটি দল বন্যার জলে আটকে পড়া মানুষকে উদ্ধার করে। ভারুচে ১৬ জনকে উদ্ধার করেছে এনডিআরএফ-এর একটি দল।