২৬ বছরের তরতাজা প্রাণ চলে গেল! করমণ্ডল দুর্ঘটনার প্রভাব বাংলায়

বালাসোরে ভয়াবহ রেল (Balasore Train Accident) দুর্ঘটনা ঘটেছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বিখ্যাত করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। এদিকে এই ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বহু মানুষের প্রাণহানি হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
balasore accident.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরে ভয়াবহ রেল (Balasore Train Accident) দুর্ঘটনা ঘটেছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বিখ্যাত করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। এদিকে এই ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বহু মানুষের প্রাণহানি হয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গেরবালাসোরেট্রেনদুর্ঘটনায়মালদা (Malda)জেলারএকবাসিন্দারমৃত্যুহয়েছে। নিহতেরমা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েবলেন, 'গতকালবালেশ্বরট্রেনদুর্ঘটনায়আমারছেলেমারাগেছে।সেচেন্নাইযাচ্ছিল।আমারছেলেরবয়সছিল২৬বছরএবংতারদুটিসন্তানছিল।‘