তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার দাপটে এক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না

কুয়াশার চাদরে ঢাকল বিখ্যাত শহর।

author-image
SWETA MITRA
New Update
cold fog.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঠাণ্ডায় জুবুথুবু অবস্থা সকলের। একের পর এক রাজ্য, শহর শীত নিয়ে প্রায় প্রতিদিনই রেকর্ড গড়ছে। শুধুমাত্র শীতই নয়, দাপট দেখাচ্ছে ঘন কুয়াশাও। এরই মাঝে রাজস্থানের (Rajasthan) জয়পুরেশৈত্যপ্রবাহেরমধ্যেঘনকুয়াশারচাদরেঢেকেগিয়েছেশহর।আবহাওয়াদফতরেরপূর্বাভাসঅনুযায়ী, জয়পুরেরসর্বনিম্নতাপমাত্রাথাকবেডিগ্রিসেলসিয়াসএবংসর্বোচ্চতাপমাত্রাথাকবে২৩ডিগ্রিসেলসিয়াস।