New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: চুরি গেল ৬টি ব্যাচের বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। মহারাষ্ট্র থেকে কলকাতা আসার পথে গায়েব হয়ে গেল এই ইঞ্জেকশনগুলি। ইনসুলিন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ইঞ্জেকশনগুলি। ভিওয়ান্ডি, নাগপুর, রায়পুর ও কটক হয়ে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল এগুলি। চুরি যাওয়া ইঞ্জেকশন নিয়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্কতা জারি করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ইঞ্জেকশনগুলি অত্যন্ত সংবেদনশীল, বিশেষ ধরণের RDNA ইঞ্জেকশন। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রায় এগুলোকে সংরক্ষণ এবং পরিবহন করা জরুরি। তাপমাত্রার হেরফের হলে এর ব্যবহার বিপজ্জনক হতে পারে। চিকিৎসকরা আবেদন করছেন যাতে এই বিষয়ে রোগীদের সতর্ক করা হয়।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2021/02/ELR-Hydrogel-scaled-148952.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us