BIG BREAKING: বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন গায়েব! আসছিল কলকাতায়

কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল সেগুলি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: চুরি গেল ৬টি ব্যাচের বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। মহারাষ্ট্র থেকে কলকাতা আসার পথে গায়েব হয়ে গেল এই ইঞ্জেকশনগুলি। ইনসুলিন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ইঞ্জেকশনগুলি। ভিওয়ান্ডি, নাগপুর, রায়পুর ও কটক হয়ে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল এগুলি। চুরি যাওয়া ইঞ্জেকশন নিয়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্কতা জারি করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ইঞ্জেকশনগুলি অত্যন্ত সংবেদনশীল, বিশেষ ধরণের RDNA ইঞ্জেকশন। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রায় এগুলোকে সংরক্ষণ এবং পরিবহন করা জরুরি। তাপমাত্রার হেরফের হলে এর ব্যবহার বিপজ্জনক হতে পারে। চিকিৎসকরা আবেদন করছেন যাতে এই বিষয়ে রোগীদের সতর্ক করা হয়।

Hydrogel injection may change the way the heart muscle heals after a ...