কুর্মিদের 'রেল রোকো'! অশান্ত ঝাড়খণ্ড

কুর্মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন আবারও এসটি মর্যাদার দাবিতে আন্দোলন করছে।

author-image
SWETA MITRA
New Update
kurmiii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কুর্মিদের বিক্ষোভের (Kurmi Community) কারণে এবার অশান্ত হয়ে উঠল ঝাড়খণ্ড। জানা গিয়েছে, আজ বুধবারকুর্মিসম্প্রদায়েরবিপুলসংখ্যকসদস্যমুড়িজংশনরেল স্টেশনেরবাইরেজড়োহয়েতফসিলিউপজাতিমর্যাদারদাবিতেবিক্ষোভদেখান।তারাআজথেকেঅনির্দিষ্টকালেরজন্য 'রেলরোকো'-ঘোষণাকরেছে। যদিওস্টেশনথেকেকিছুটাদূরেতাদেরথামানোহয় পুলিশের তরফে।