Karnataka : 'সত্যিটা কড়া?' মুখ্যমন্ত্রীর সমালোচনা করে সাসপেন্ড শিক্ষক

কর্ণাটকের (Karnataka) বিধানসভা নির্বাচন (Election) শেষ হয়ে গেলেও সিদ্দারামাইয়া (Siddaramaiah) সরকারের নীতির সমালোচনা করে ফেসবুক পোস্টের জন্য এক স্কুল শিক্ষককে সাসপেন্ড করার ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

author-image
Pritam Santra
New Update
cong bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ  কর্ণাটকের (Karnataka) বিধানসভা নির্বাচন (Election) শেষ হয়ে গেলেও সিদ্দারামাইয়া (Siddaramaiah) সরকারের নীতির সমালোচনা করে ফেসবুক পোস্টের জন্য এক স্কুল শিক্ষককে সাসপেন্ড করার ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপির (BJP) আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য টুইটারে লিখেছেন, "মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে তাঁর নীতির জন্য সমালোচনা করে ফেসবুকে পোস্ট করার জন্য কর্ণাটকের একটি সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।" শান্তমূর্তি এমজি, যিনি বর্তমানে চিত্রদুর্গের হোসাদুর্গার কানুবেননাহল্লি সরকারি স্কুলে কর্মরতছিলেন, কংগ্রেসের বিনামূল্যে উপহার নীতির সমালোচনা করেছিলেন।