গ্রেফতার ৭, বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাস

বড় রকমের সাফল্য পেল পুলিশ।

author-image
SWETA MITRA
New Update
Cyber Attack

নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য পেল পুলিশ। আজ শুক্রবার দিল্লি-এনসিআর (Delhi-NCR) এবং বিহার থেকে সাতজনকে গ্রেফতার করে সাইবার প্রতারক চক্রের সন্ধান মিলেছে। এই বিষয়ে ডিসিপি শাহদারা রোহিত মীনা জানিয়েছেন, ৪- কোটি টাকার লেনদেন উদ্ধার করা হয়েছে।  তারা নিরীহ মানুষকে লোভনীয় অফার দিয়ে এবং তাদের কাছ থেকে অর্থ নিয়ে প্রলুব্ধ করেছিল। দলের প্রতিটি ব্যক্তি একদিনে ১০ জনের বেশি লোককে টার্গেট করত। ১০০টিরও বেশি সিম কার্ড, ১১টি মোবাইল ফোন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এটিএম উদ্ধার করা হয়েছে। দেখুন ভিডিও...