আকস্মিক বন্যায় ভেসে গেল ব্রিজ, চরম দুর্ভোগ মানুষের

গতকালই জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে মাটির বাড়ি ধসে এক মহিলার মৃত্যু হয়েছে। জম্মু অঞ্চলের জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে ডোডায় আকস্মিক বন্যায় একটি ফুটব্রিজ ভেসে গেছে এবং পুঞ্চ জেলায় আরও একটি বাড়ির ছাদ ধসে পড়েছে।

author-image
SWETA MITRA
New Update
udham.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে এই ভারী বৃষ্টির (Heavy Rainfall) কারণে একাধিক জায়গায় ভূমিধ্বস, বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মাঝে জম্মু ও কাশ্মীরে এক দুর্ঘটনা ঘটে গেল।   জম্মু ও কাশ্মীরের উধমপুরের (Udhampur) রামনগরের বিভিন্ন অংশে অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় একটি ফুটব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।উধমপুরজেলাররামনগরতহসিলেরপারলিধরব্লকেরসরপঞ্চপঞ্চায়েতহালকাদানওয়াল্টবলওয়ানসিং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েবলেন, "আকস্মিকবন্যারকারণে১০দিনআগেআমাদেরফুটব্রিজভেসেগেছে।সেতুটিক্ষতিগ্রস্তহওয়ায়শিক্ষার্থীরাস্কুলেযেতেনাপারায়সবচেয়েবেশিভোগান্তিরশিকারহচ্ছে।মানুষঅনেকসমস্যারসম্মুখীনহচ্ছে। আমরাযততাড়াতাড়িসম্ভবসেতুটিমেরামতকরারআবেদনজানাচ্ছি।"