বিপদসীমার ওপর বইছে নদীগুলি, হু হু করে জল ঢুকছে

সারা দেশে বর্ষা এসে পৌঁছেছে । বর্ষার আগমনের সাথে সাথে দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, গুজরাট, রাজস্থানের মতো অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
kerala.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কেরালা (Kerala)। টানা ভারী বৃষ্টির জেরে মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে। রাস্তায় কোমর সমান জল চোখে পড়ছে। ইতিমধ্যে রাজ্যের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানে ভারী বৃষ্টিপাতের কারণে কান্নুর শহরের আবাসিক এলাকায় কাক্কাড নদীর জল ঢুকে গিয়েছে। রীতিমতো বন্যার পরিস্থিতি বিরাজ করছে কেরালাজুড়ে।  এমনকি বিপদ সঙ্কুল জায়গায় মানুষ যাতে ঢুকে না পড়ে তার জন্য বেশ অভিনবভাবে ব্যারিকেড করেছে প্রশাসন। এদিকে অবিরাম বৃষ্টিপাতের (Heavy Rainfall) কারণে কোট্টায়াম শহরের কয়েকটি আবাসিক এলাকায় জল ঢুকে পড়েছে।