নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ওয়াকফ বিরোধী একটি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে তীব্র অশান্তির সূচনা হয় মুর্শিদাবাদে। এই অশান্তির জেরে ঘরছাড়া হতে হয় বেশকিছু পরিবারকে। এর আগেই নিজেদের ঘরবাড়ি ত্যাগ করে মালদার বেশকিছু জায়গায় আশ্রয় নিয়েছিলেন কয়েকটি পরিবার। আর এবার দেখা যাচ্ছে যে শয়ে শয়ে মানুষজন নিজেদের ভিটেমাটি ত্যাগ করে, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে আশ্রয় নিচ্ছেন।
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)
এই পরিবারগুলি জানিয়েছে, নিজেদের প্রাণ বাঁচাতে তারা বাধ্য হয়ে তাদের এলাকা ছেড়েছে। ঝাড়খণ্ডের পাকুড় জেলার, সীমান্তবর্তী গ্রামগুলিতে তারা আপাতত আশ্রয় নিয়েছে। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
#WATCH | A few families affected by the violence in Murshidabad (West Bengal) migrate to Pakur (Jharkhand), located on the border area between the two states. pic.twitter.com/YU1iCbywiL
— ANI (@ANI) April 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us