/anm-bengali/media/media_files/2YEXzv1mthha1gNMRELy.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় "অভয়া" কাণ্ডের বিচারের মধ্যেই আবার এক ঘটনা। এবার মহারাষ্ট্রে গণধর্ষণ।
/anm-bengali/media/media_files/PggWR4kuc0HSjXhcVkJU.jpg)
জানা গেছে যে পালঘর জেলার নালাসোপাড়া এলাকায় ৩০ বছরের এক মহিলাকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে, আচোল থানা বিএনএস-এর ধারা ৬৪,৭০(১) এবং ৩৫১(২) এর অধীনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং নরেন্দ্র মোরিয়া (বয়স ৩১), প্রকাশ সিং (বয়স ২৬) এবং পঞ্চরাজ সিং (বয়স ৩৫) নামক ৩ জনকে গ্রেফতার করেছে।
/anm-bengali/media/media_files/RlfGqJQunv0uqGD7NZVO.webp)
পুলিশ ৩ আসামিকেই আদালতে হাজির করে। অভিযুক্ত ৩ জনকেই ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আচোল থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/10/police-1.jpeg)
সম্প্রতি গোটা দেশ উত্তাল কলকাতার আর জি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে। সেখানে ৩০ বছর বয়সী এক তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে বিচার চলছে। পাশাপাশি তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হয়েছেন। এই নিয়ে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছে নানা মহলের মানুষ। এমনকি থেমে নেই জুনিয়র ডাক্তাররা। বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা মিলে লালবাজার অভিযান করেছে। তারা নিয়মিত আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তার ফলে কর্মবিরতি চলছে।
Maharashtra: A case of gang rape of a 30-year-old woman has come to light in the Nalasopara area of Palghar district. Based on the complaint of the woman, Achole police station registered a case against three people under sections 64,70(1) and 351(2) of BNS and arrested three…
— ANI (@ANI) September 10, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us