রাজ্যের জন্য নতুন স্বপ্নের তোরণ নির্মাণের ডাক

আজকের অর্থ! মানে বোঝালেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোো

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোর শেষ দিন আজ। বিজয়ার সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। অসুর বধের পর এবার রাবণ দহনের পালা। গোটা দেশ জুড়ে চলছে রাবণ দহনের প্রস্তুতি। রাজ্য তথা দেশবাসীকে দশেরা ও বিজয়াদশমীর শুভেচ্ছা জানালেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি লিখেছেন, ''আজ অহঙ্কার ও স্বার্থপর প্রবণতার বিরুদ্ধে বিজয়ের দিন। আজ সীমাহীন সম্পদ, সেনাবাহিনী, শক্তি, মহিমা। নৈতিকতা, সততা, বিনয়, সত্য ও ঐক্যের উপর বিজয়ের দিন। আজ বিজয়াদশমী, দশেরার দিন।আসুন এই মঙ্গল দিনে মহারাষ্ট্রের জন্য নতুন স্বপ্নের তোরণ নির্মাণ করি এবং পুরানো মনোভাবকে পুড়িয়ে ফেলি।সবাইকে দশেরা ও বিজয়াদশমীর শুভেচ্ছা।''

 

 

 

hire