ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, বিপত্তি ভারতের ক্রিকেট স্টেডিয়ামে

সোমবার বিকেলে এমনই এক ঘটনা ঘটেছে যা দেখে সকলে তাজ্জব হয়ে গিয়েছেন। জানা গিয়েছে, আজ সোমবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের ইকানা স্টেডিয়ামের বোর্ড ভেঙে পড়ে।

author-image
SWETA MITRA
New Update
stadium.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সোমবারবিকেলে এমনই এক ঘটনা ঘটেছে যা দেখে সকলে তাজ্জব হয়ে গিয়েছেন। জানা গিয়েছে, আজ সোমবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) রাজধানীলখনউয়েরইকানাস্টেডিয়ামেরবোর্ডভেঙেপড়ে।যারনিচেবহুমানুষের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এহেন দুর্ঘটনারপরউদ্ধারকাজচলছে।ঘটনাস্থলেপুলিশউপস্থিতরয়েছে।স্পেশালডিজিএলওবলছেন, ‘দুইথেকেতিনজনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে।‘ ধ্বংসস্তূপেরনিচেচাপাপড়েগিয়েছেএকটিগাড়িও।ত্রাণউদ্ধারকাজচলছে।