New Update
/anm-bengali/media/media_files/aOtNei0nZDfKCxEs4cKT.jpg)
নিজস্ব সংবাদদাতা: আসামের (Assam) বিশ্বনাথ (Biswanath) থানা এলাকায় শুক্রবার এক পুলিশ কনস্টেবল তার সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা (Suicide) করেছেন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, মৃত পুলিশ (Police) কর্মীর নাম ললিত তেরাং। ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ থানার অন্তর্গত বেহালি (Behali) থানায়। বিশ্বনাথের পুলিশ সুপার নবীন সিং(Navin Singh) বলেন, "বেহালি থানা চত্বরে এক কনস্টেবল তার সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। বিষয়টি এখন তদন্তাধীন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us