/anm-bengali/media/media_files/ObDxq4y5wRBhZRPuVcQa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার হায়দ্রাবাদে (Hydrabad) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার হায়দ্রাবাদের একটি অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গাড়ির ধাক্কায় দুই বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, "কাজ করতে আসা এক মহিলা শ্রমিক তাঁর দুই বছরের মেয়েকে পার্কিং লটেই ঘুম পাড়িয়ে দেন। অন্যদিকে ওই শিশু কন্যাটিকে লক্ষ্য না করেই একজন ব্যক্তি শিশুটির গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। এদিকে এই ঘটনার ফলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আইপিসির প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি একজন আবগারি সাব-ইন্সপেক্টরের। আরও তদন্ত চলছে।“
Telangana | A 2-year-old girl died after being run over by a car in the parking lot of an apartment in Hyderabad.
— ANI (@ANI) May 25, 2023
"A woman labourer who came for work made her two-year-old daughter sleep in the parking lot. A person who was parking his car without noticing the girl ran his car…