ঘুমন্ত অবস্থায় ২ বছরের শিশু কন্যাকে পিষে দিল গাড়ি

এবার হায়দ্রাবাদে (Hydrabad) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার হায়দ্রাবাদের একটি অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গাড়ির ধাক্কায় দুই বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
child.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার হায়দ্রাবাদে (Hydrabad) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে,আজ বৃহস্পতিবার হায়দ্রাবাদেরএকটিঅ্যাপার্টমেন্টেরপার্কিংলটেগাড়িরধাক্কায়দুইবছরেরএকশিশু কন্যারমৃত্যুহয়েছে।ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, "কাজকরতেআসাএকমহিলাশ্রমিকতাঁরদুইবছরেরমেয়েকেপার্কিংলটেই ঘুম পাড়িয়ে দেন। অন্যদিকে ওই শিশু কন্যাটিকেলক্ষ্যনাকরেইএকজন ব্যক্তি শিশুটির গায়েরউপরদিয়েগাড়িচালিয়ে দেন। এদিকে এই ঘটনারফলেঘটনাস্থলেইশিশুটিরমৃত্যুহয়।আইপিসিরপ্রাসঙ্গিকধারায়মামলাদায়েরকরাহয়েছে।গাড়িটিএকজনআবগারিসাব-ইন্সপেক্টরের। আরওতদন্তচলছে।“