ঘুমন্ত অবস্থায় ২ বছরের শিশু কন্যাকে পিষে দিল গাড়ি

এবার হায়দ্রাবাদে (Hydrabad) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার হায়দ্রাবাদের একটি অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গাড়ির ধাক্কায় দুই বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

author-image
SWETA MITRA
25 May 2023
ঘুমন্ত অবস্থায় ২ বছরের শিশু কন্যাকে পিষে দিল গাড়ি

নিজস্ব সংবাদদাতাঃ এবার হায়দ্রাবাদে (Hydrabad) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার হায়দ্রাবাদের একটি অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গাড়ির ধাক্কায় দুই বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, "কাজ করতে আসা এক মহিলা শ্রমিক তাঁর দুই বছরের মেয়েকে পার্কিং লটেই ঘুম পাড়িয়ে দেন। অন্যদিকে ওই শিশু কন্যাটিকে লক্ষ্য না করেই একজন ব্যক্তি শিশুটির গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। এদিকে এই ঘটনার ফলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আইপিসির প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি একজন আবগারি সাব-ইন্সপেক্টরের। আরও তদন্ত চলছে।“