জঙ্গলে মানুষের মাথার খুলি, ৯ টুকরো দেহ, রক্তমাখা নাইটি! উত্তাল রাজ্য

একেবারে চমকে দেওয়ার মতো ঘটনা। জঙ্গল থেকে পাওয়া গেছে দেহের ৯ টুকরো। ওই দেহটি এক মহিলার। কিন্তু কেন এই হত্যা?

author-image
Anusmita Bhattacharya
New Update
murder

নিজস্ব সংবাদদাতা: জঙ্গলের ভিতর পড়ে রয়েছে মানুষের মাথার খুলি (Human Skull)। স্থানীয় কিছু বাসিন্দা এমন দৃশ্য দেখেই আঁতকে ওঠে। পুলিশে (Police) খবর দিলে উদ্ধার হয় ৯ টুকরো করা দেহের (Deadbody) অবশিষ্ট অংশ। জঙ্গল থেকে আবার পাওয়া গেছে রক্তমাখা নাইটি, মাথার চুল এবং বাইকের চাবি। ঝাড়খণ্ডের (Jharkhand) সাহেবগঞ্জ জেলার বোরিও থানা এলাকায় ঘটেছে। স্থানীয় চাটকি গ্রাম লাগোয়া জঙ্গল থেকে মানুষের মাথার খুলি ও মৃতদেহের ৯টি টুকরো পেয়েছে পুলিশ। মনে করা হচ্ছে যে ওই মৃতদেহটি নিখোঁজ হওয়া অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) মালতী সোরেনের। গত ২৭ এপ্রিল থেকে বোরিও ব্লকের বাঞ্জি চাটকির অঙ্গনওয়াড়ি কর্মী মালতী সোরেন নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

ad.jpg