/anm-bengali/media/media_files/2025/03/24/jX9oQ7EJ7U6hYehuqR3W.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর তিরুভল্লুর জেলার মিনজুরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন আসামের ৯ জন অভিবাসী শ্রমিক। উত্তর চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারণ প্রকল্পে নির্মাণকাজ চলাকালীন উঁচু থেকে পড়ে তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, “আজ মিনজুরের একটি নির্মাণস্থলে আসামের ৯ জন অভিবাসী শ্রমিক মৃত্যুবরণ করেছেন বলে খবর পেয়েছি। তাঁদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমরা তামিলনাড়ুর প্রশাসনের সঙ্গে সমন্বয় করছি।”
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্রমিকদের পরিবার ও আসামের বিভিন্ন জেলায়। প্রশাসন জানিয়েছে, মৃতদের পরিবারকে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/064547b3-2e7.png)
Assam CM Himanta Biswa Sarma says, "9 migrant workers from Assam have reportedly succumbed to death after falling down at a construction site at Minjur, Thiruvallur district, today while carrying out construction works for extension of North Chennai Thermal Power Station... We… pic.twitter.com/gqphtrjpRf
— ANI (@ANI) September 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us