ধীরে ধীরে দেশে দুর্বল হচ্ছে নকশালবাদী আন্দোলন ! ঝাড়খণ্ডে একসাথে আত্মসমর্পণ করলো ৯ জন নকশাল সদস্য

বড় সাফল্য পেল ঝাড়খন্ড পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার নকশাল সংগঠনের জোনাল এবং সাব-জোনাল কমান্ডার-সহ,প্রায় ৯ জন সক্রিয় নকশাল সদস্য আত্মসমর্পণ করলো ঝাড়খণ্ডের লাতেহারের এসপি অফিসে। এটি ঝাড়খণ্ডের ইতিহাসের সবচেয়ে বড়মাপের আত্মসমর্পণ হিসাবে বিবেচিত হচ্ছে, কারণ একটি একক দল থেকে এত সংখ্যক নকশাল সদস্য,এর আগে একসাথে অস্ত্র ত্যাগ করেনি।

ftgyuio

এই ৯ জন সদস্যের মধ্যে ৫ জন নকশাল সদস্যের মাথার ওপর মোট ২৩ লক্ষ টাকার নগদ পুরস্কার ধার্য ছিল। এই নকশাল সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্রও আত্মসমর্পণ করেছে, যার মধ্যে ১২টি আগ্নেয়াস্ত্র (পাঁচটি একে-৪৭ রাইফেল এবং সাতটি অন্যান্য রাইফেল) এবং প্রায় ১,৮০০ রাউন্ড গুলি ছিল। এই আত্মসমর্পনের ঘটনার পর একথা বলাই যায় যে,সারা দেশে নকশালবাদী আন্দোলন ক্রমশই দুর্বল হয়ে পড়ছে।