পুরী যাওয়ার ৮৫৭টি বিশেষ ট্রেন!

কালকে রথযাত্রা। দেশ বিদেশের অসংখ্য মানুষ এই পবিত্র দিনে পুরীর জগন্নাথের রথযাত্রা দেখতে আসেন। কি ব্যবস্থা করা হলো রেল কর্তৃপক্ষের তরফে?

author-image
Poulami Samanta
New Update
12

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : রেলমন্ত্রী ২০শে জুন ওড়িশা ট্রেন বিপর্যয়স্থল পরিদর্শন করবেন।  তিনি তিন দিনের সফরে সোমবার ওড়িষা এসেছেন।  তিনি স্থানীয় লোকদের সাথে কথা বলবেন বলেই সূত্রের খবর। 

তার ই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরীর রথযাত্রা। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন রথযাত্রার উপলক্ষ্যে এখানে আগত তীর্থযাত্রীদের জন্য পুরী স্টেশনে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। প্রায় 20 লক্ষ তীর্থযাত্রীর(প্রত্যাশিত)  জন্য 857টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।  এছাড়াও  ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত পানীয় জল, টয়লেট, ফ্যান, তাঁবু এবং বসার জায়গা, বিনামূল্যে খাবার ও জলের সুবিধা। 24*7 কন্ট্রোল রুম এবং পুলিশ সুরক্ষা দেয়ার ও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।