'আই লাভ মুহাম্মদ' বিতর্কে কড়া অ্যাকশন নিল উত্তর প্রদেশ পুলিশ ! অভিযুক্তদের ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৮১

কি তথ্য দিল পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
download - 2025-09-27T163225.304

MUHAMMAD

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি 'আই লাভ মুহাম্মদ' (I Love Muhammad) বিতর্ককে কেন্দ্র করে উত্তর প্রদেশের বরেলিতে ঘটে যাওয়া সহিংসতা এবং আইন-শৃঙ্খলার অবনতির ঘটনায় এবার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল উত্তর প্রদেশ পুলিশ। এই বিষয়ে বরেলির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) অনুরাগ আর্য আজ বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি বলেন,'' এই ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ ৭৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল। আজ আরও মোট ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, ফলে সব মিলিয়ে মোট ৮১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।''

Arrest

এছাড়াও তিনি বলেন,''আজ গ্রেপ্তার হওয়া ৮ জনের মধ্যে ২ জনকে পুলিশি এনকাউন্টারের পর গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কোতোয়ালি পুলিশ স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন ড. নাফীস খান এবং তাঁর ছেলে ফরমান খান। সিসিটিভি (CCTV) এবং ড্রোন ফুটেজ ব্যবহার করে আমাদের দল, ভিড়কে উস্কানি দেওয়া সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য কাজ করে চলেছে।"