/anm-bengali/media/media_files/D20HuwxvqfptNfGe9YUz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হঠাতই ৮০ জন পুলিশ আধিকারিককে বদলি করা হল। জানা গিয়েছে, টিলু তাজপুরিয়া হত্যা মামলায় তিহার জেলের (Tihar Jail) ৫ জন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট, ৯ জন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট, ৮ জন হেড ওয়ার্ডেন এবং ৫০ জন ওয়ার্ডেন সহ ৮০ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। উল্লেখ্য, টিলু তাজপুরিয়াকে উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে জিতেন্দার গোগি গ্যাংয়ের চার সদস্য ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল বলে অভিযোগ।
Tillu Tajpuria murder case | 80 police officials of Tihar Jail have been transferred including 5 Deputy Superintendents, 9 Assistant Superintendents, 8 Head Wardens and 50 Wardens: Tihar Officials
— ANI (@ANI) May 26, 2023