বদলি করা হল ৮০ জন পুলিশ আধিকারিককে

তিহার জেলের (Tihar Jail) ৫ জন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট, ৯ জন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট, ৮ জন হেড ওয়ার্ডেন এবং ৫০ জন ওয়ার্ডেন সহ ৮০ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে।

author-image
SWETA MITRA
26 May 2023
বদলি করা হল ৮০ জন পুলিশ আধিকারিককে

 

 

নিজস্ব সংবাদদাতাঃ হঠাতই ৮০ জন পুলিশ আধিকারিককে বদলি করা হল। জানা গিয়েছে, টিলু তাজপুরিয়া হত্যা মামলায় তিহার জেলের (Tihar Jail) ৫ জন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট, ৯ জন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট, ৮ জন হেড ওয়ার্ডেন এবং ৫০ জন ওয়ার্ডেন সহ ৮০ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। উল্লেখ্য, টিলু তাজপুরিয়াকে উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে জিতেন্দার গোগি গ্যাংয়ের চার সদস্য ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল বলে অভিযোগ।