New Update
/anm-bengali/media/media_files/j4ChO8l2Jk8ig1oDQudx.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের পালঘর এলাকায় ৮ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দু'জন। জানা গিয়েছে, পালঘরের ভাসাই এলাকা থেকে আট বছরের এক কিশোরীর গলিত দেহ উদ্ধার করেছে পুলিশ, দু'জনকে গ্রেফতার করেছে পেলহার পুলিশ। দুই অভিযুক্তের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। সূত্রে খবর, প্রমাণ নষ্ট করার অভিযোগে অভিযুক্তের বাবাকে গ্রেফতার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us