BREAKING: তেলেঙ্গানায় টানেলে ধস ! ভিতরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৮ জন শ্রমিক

তেলেঙ্গানার নাগারকুরনুলে শ্রীশাইলম লেফ্ট ব্যাঙ্ক ক্যানেল (SLBC) টানেল ধসে আট শ্রমিক আটকে পড়েছেন। উদ্ধারকাজ চলছে।

author-image
Debjit Biswas
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : আজ সকালে তেলেঙ্গানার নাগারকুরনুলে শ্রীশাইলম লেফ্ট ব্যাঙ্ক ক্যানেল (SLBC) টানেলের একটি অংশ হঠাৎ করেই ধসে পরে। সেইসময়ে টানেলের ভিতর উপস্থিত ছিলেন ৮ জন শ্রমিক।

TUNNEL

 ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। অন্তত আটজন শ্রমিক টানেলের ভেতরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে।