New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার নকশাল বিরোধী অভিযানে এক বড় সাফল্য পেল ছত্তিশগড় পুলিশ। আজ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করলো ৮ জন নকশাল সদস্য। এদের মাথার ওপর মোট ৩০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। পুলিশের পক্ষ থেকে এই আত্মসমর্পণকে নকশাল বিরোধী অভিযানে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে,''এই আত্মসমর্পণকারীদের মধ্যে ৬ জন পুরুষ এবং ২ জন মহিলা ক্যাডার রয়েছে। এদের মধ্যে অন্যতম প্রধান হলেন নকশাল সংগঠনের 'ডাক্তার' হিসেবে পরিচিত সুকলাল, যার মাথার ওপর ৮ লক্ষ টাকা পুরস্কার ছিল।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us