/anm-bengali/media/media_files/2024/10/27/j05Fsbi9rzX3bmJTQRUS.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিশ্বব্যাপী হুমকি মোকাবিলায় আমাদের প্রত্যেকেরই অবদান রাখতে হবে। এই বিষয়ে দুটি অনুকরণীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী, ভারত পরিবেশ রক্ষা ও সংরক্ষণে ব্যক্তি ও সম্প্রদায়কে আরও সক্রিয় হতে অনুপ্রাণিত করার জন্য "মিশন লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট" নামে একটি গণআন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। গত বছর, বিশ্ব পরিবেশ দিবসে, আমরা একটি অনন্য প্রচারণা শুরু করেছি, 'এক পেড মা কে নাম’ আমাদের মায়ের পাশাপাশি প্রকৃতি মাতার লালন-পালন ক্ষমতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ৮০ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই অর্জন করা হয়েছে। মানুষ যে উদ্ভাবনী পদক্ষেপগুলিকে নিজেদের আন্দোলন হিসেবে গ্রহণ করতে পারে, তা থেকে বিশ্ব শিখতে পারে”।
In her address to the nation on the eve of the 76th #RepublicDay, President Droupadi Murmu says, "Each of us must contribute to the efforts to counter the global threat of climate change. There have been two exemplary initiatives in this regard. At the global level, India is… pic.twitter.com/LKiJk7Jper
— ANI (@ANI) January 25, 2025
/anm-bengali/media/media_files/2025/01/25/G70oVxRRW8gEwBDcfZEY.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us