/anm-bengali/media/media_files/2025/08/02/71-national-film-awards-2025-08-02-11-29-58.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা হল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ঘোষণা করা হয় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির জাতীয় সম্মাননা। দেশের নানা প্রান্তের ভাষায় নির্মিত ছবি ও শিল্পীদের কৃতিত্বকে সম্মান জানিয়ে প্রকাশিত হয়েছে পুরস্কারের সম্পূর্ণ তালিকা। এবারে নজর কেড়েছে বলিউড থেকে টলিউড, দক্ষিণী থেকে আঞ্চলিক— সব ধরনের ছবি ও শিল্পীরাই।
উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্তরা হল -
সেরা ছবি: Twelve Fail
সেরা পরিচালক: সুদীপ্ত সেন, The Kerala Story
সেরা অভিনেতা: শাহরুখ খান (Jawan) ও বিক্রান্ত ম্যাসে (Twelve Fail)
সেরা অভিনেত্রী: রানি মুখোপাধ্যায়, Mrs. Chatterjee Vs Norway
সেরা বাংলা ছবি: ডিপ ফ্রিজ, পরিচালক অর্জুন দত্ত
সেরা জাতীয়তাবাদ ও সামাজিক মূল্যবোধে ছবি: Sam Bahadur
সেরা বিনোদনমূলক ছবি: Rocky Aur Rani Ki Prem Kahani
সেরা সিনেমাটোগ্রাফি: প্রশান্তনু মহাপাত্র, The Kerala Story
সেরা গায়িকা: শিল্পা রাও, ‘ছলিয়া’ (Jawan)
সেরা গায়ক: রোহিত, Baby (তেলুগু)
সেরা আবহসঙ্গীত: হর্ষবর্ধন রামেশ্বর, Animal
সেরা সঙ্গীত পরিচালক: জিভি প্রকাশ কুমার, Bathi (তেলুগু)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/0CrdhaIXwDz866b0kBfc.webp)
আঞ্চলিক ছবির বিভাগে সেরা -
তেলুগু ছবি: Bhagavan Kesari, পরিচালক অনিল রবিপুডি
তামিল ছবি: Parking, পরিচালক রাম কুমার বালাকৃষ্ণন
মারাঠি ছবি: Shyamchi Aai, পরিচালক সুজয় সুনীল দাহাকে
মালায়লম ছবি: Ullozhukku, পরিচালক ক্রিস্টো টমি
কন্নড় ছবি: Kandilu, পরিচালক কে. যশোদা প্রকাশ
হিন্দি ছবি: Kathal, পরিচালক যশবর্ধন মিশ্র
গুজরাটি ছবি: Bhush, পরিচালক কৃষ্ণদেব যাগ্নিক
এবারের পুরস্কার ঘোষণায় বাণিজ্যিক জনপ্রিয়তা ও বিষয়বস্তু ভিত্তিক চলচ্চিত্রের ভারসাম্য স্পষ্ট। পাশাপাশি, আঞ্চলিক চলচ্চিত্রগুলির উত্থানও চোখে পড়ার মতো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us