/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মন্ত্রালয়ের মূল ফটকের সামনে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক ৭০ বছরের বৃদ্ধ। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে আটক করে মেরিন ড্রাইভ থানার হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযোগ, বাজাজ নামের ওই বৃদ্ধের বাড়ির কাছে ২৪ ঘণ্টা চালু থাকা কাজুবাদাম পালিশের কারখানাগুলির শব্দে তিনি দীর্ঘদিন ধরে চরম মানসিক যন্ত্রণা ভুগছিলেন। এ বিষয়ে তিনি একাধিকবার নবি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু তাতে কোনও প্রতিকার না মেলাতেই তিনি হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার তদন্ত করছে মেরিন ড্রাইভ পুলিশ।
A 70-year-old man attempted suicide by pouring kerosene on himself at the main gate of the Mantralaya in Mumbai on Tuesday evening. Security personnel detained him and later handed him over to the Marine Drive police. Marine Drive police questioned him and released him after…
— ANI (@ANI) September 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us