মন্ত্রালয়ের ফটকে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা ৭০ বছরের বৃদ্ধের

কারখানার শব্দে মানসিক যন্ত্রণা, প্রশাসনে অভিযোগ করেও মেলেনি সাড়া—মেরিন ড্রাইভ পুলিশ জানাল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মন্ত্রালয়ের মূল ফটকের সামনে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক ৭০ বছরের বৃদ্ধ। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে আটক করে মেরিন ড্রাইভ থানার হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযোগ, বাজাজ নামের ওই বৃদ্ধের বাড়ির কাছে ২৪ ঘণ্টা চালু থাকা কাজুবাদাম পালিশের কারখানাগুলির শব্দে তিনি দীর্ঘদিন ধরে চরম মানসিক যন্ত্রণা ভুগছিলেন। এ বিষয়ে তিনি একাধিকবার নবি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু তাতে কোনও প্রতিকার না মেলাতেই তিনি হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনার তদন্ত করছে মেরিন ড্রাইভ পুলিশ।