Gangster Tillu Tajpuriya murder: তিহার জেলের ৭ জন কর্মী সাসপেন্ড!

গ্যাংস্টার টিলু তাজপুরিয়া হত্যা মামলায় তিহার জেলের ৩ জন সহকারী সুপারিন্টেন্ডেন্ট এবং ৪ জন ওয়ার্ডেন সহ মোট ৭ জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
নবভ

নিজস্ব সংবাদদাতাঃ ২০২১ সালের রোহিনী আদালতে বন্দুকযুদ্ধে অভিযুক্ত সুনীল বালিয়ান ওরফে টিলু তাজপুরিয়াকে মঙ্গলবার সকালে দিল্লির তিহার জেলের একটি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কারাগারে একাধিক সিসিটিভি, কারারক্ষী এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও, চার জন বন্দী - গ্যাংস্টার যোগেশ টন্ডা, দীপক তিতার, রাজেশ সিং এবং রিয়াজ খান - শহরের শীর্ষ গ্যাংস্টারদের একজনকে হত্যা করতে লোহার রড এবং ছুরি সহ হাতে তৈরি অস্ত্র ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে। টিলু এবং গোগির পরিবারকে পুলিশি সুরক্ষা দেওয়া হয়েছে। তাজপুর কালান ও আলিপুরে অতিরিক্ত পুলিশ বাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্রে খবর, এই ঘটনার ফলে তিহার জেলের ৩ জন সহকারী সুপারিন্টেন্ডেন্ট এবং ৪ জন ওয়ার্ডেন সহ মোট ৭ জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং আরও ২ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ঘটনার সময় সেখানে উপস্থিত তামিলনাড়ু স্পেশাল পুলিশ ফোর্সের জওয়ানদের কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেছেন ডিজি। কমান্ড্যান্টকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।