তুমাকুরু জেলার মার্কোনাহল্লি বাঁধে জলস্রোতে ভেসে গেল ৭ জন, একজনকে উদ্ধার

যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে দুই জেলার পুলিশ, মৃতদের দেহ রাখা হয়েছে চুঞ্চনগিরি হাসপাতালে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের তুমাকুরু জেলার মার্কোনাহল্লি বাঁধের কোডি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। জলস্রোতে ভেসে গেছেন মোট সাতজন। ঘটনার সময় ছিল বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ।

তুমাকুরুর পুলিশ সুপার অশোক ভেঙ্কট জানান, ভেসে যাওয়া সবাই তুমাকুরু জেলার বাসিন্দা। দুই জেলার পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে একজনকে জীবিত উদ্ধার করে চুঞ্চনগিরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঁধে হঠাৎ জলস্রোতের গতি বেড়ে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে। মৃতদের দেহ আপাতত চুঞ্চনগিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।