/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI130-তে সফরের সময়,মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন প্রায় ৭ জন। এই ৭ জনের মধ্যে ৫ জন ছিলেন সাধারণ যাত্রী আর বাকি ২ জন ছিলেন বিমানের ত্রু। এই সফরের সময় হঠাৎ করেই এই ৭ জন মাথা ঘোরার সমস্যায় ভুগতে শুরু করেন। এরপর বিমানটি নিরাপদে মুম্বাইয়ে অবতরণ করে। বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত ছিল মেডিক্যাল টিম। অবতরণের পরে দুই জন যাত্রী এবং দুই জন ত্রু-কে চিকিৎসার জন্য মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়। তারপর প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান,''এই ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে এবং এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে। তবে এখনও এই অসুস্থতার কারণ স্পষ্ট হয়নি।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/YfFQNFNPEez5oOTMet6I.jpg)
On board flight AI130 from London Heathrow to Mumbai, five passengers and two crew reported feeling dizzy and nauseous during different phases of the flight. The flight landed safely in Mumbai, where our medical teams were ready to provide immediate medical assistance. After…
— ANI (@ANI) June 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us